শিরোনামে:- শূন্যতা
কলমে:-মো: সুমন মিয়া
তারিখ:- ২০ -৮-২০২৪ ইং


শূন্যতা জীবনের পূর্ণতা দেয়
শূন্যতাই আছে ডানে-বামে,
শূন্যতা ছাড়া বোঝা বড় দায়
জীবনের আসল মানে।  
শূন্যতা মানে কি?বুঝতে গেলে
জানতে হবে তার ইতিহাস।
চারিদিকে যখন ছিলনা কিছু
ছিল শুধু শূন্যতার বসবাস।

শূন্য থেকে সৃষ্টি এই ত্রি-ভূবন  
শূন্যেই ভাসচ্ছে অবিরাম।
শূন্যতা যাকে পূর্ণতা দিয়েছে
শূন্যতেই হবে তা অবসান।
চন্দ্র সূর্য নক্ষত্র তারা আরোও
আছে জগতের যত কিছু  
সবকিছুতে শূন্যের অবদান
ভুলা যাবে না কোনোকিছু।

শূন্যটাকে সবে সংখ্যা ভেবে
ধরে নেই তা পিঠে।  
বামে দিলে তা মূল্যহীন হয়
তাই রাখা হয় ডানে।
জীবনে শূন্যতা আছে বলেই
এত মূল্য পায় পূর্ণতা।
তাইতো শূন্যতাতে ফিরে পাবে
জীবনের আসল মূল্যটা।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।