শিরোনামে :- শীতের সকাল
কলমে :- মো: সুমন মিয়া
তারিখ :- ০২ / ১০ / ২০২৪ ইং
গাছের পাতায় শিশির ঝরা টুপটাপ শব্দ
পাখিদের মধুর কলকাকলিতে, শীতের
কুঁড়েমির চাদর ও কুয়াশা আড়াল করে
পূর্ব আকাশে সূর্য নিজের উদয়ে ব্যস্ত।
আলতো আলতো সূর্যরশ্মির আলোতে
ঘাসের ডগায় জমে থাকা শিশিরবিন্দু
মুক্তার দানার মতো ঝলমল করছে ।
গ্রামবাংলার স্নিগ্ধময় শীতের সকালে
জানালা ভেদ করে আসা সূর্যের আলোয়
ভোরবেলা ঘুম থেকে জাগার পরও,
শীতের প্রকোপে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকা।
হিমেল বাতাসে ভেসে আসা মিষ্টি গন্ধে
মুগ্ধ ও কৌতূহল হয়ে বাইরে বেরিয়ে আসা।
এসে দেখা গাছিদের আনা খেজুর রস,
গাঁয়ের বধূরা মিলে উনুনে জ্বাল দিচ্ছে
মা-চাচিরা মিলে শীতের পিঠা তৈরিতে ব্যস্ত।
আরও দেখতে পাওয়া, হাড়কাঁপানো
শীত উপেক্ষা করে লাঙ্গল,জোয়াল কাঁদে
গরু-মহিষ নিয়ে কৃষকের মাঠে ছুটে চলা
আবার কেউ আপন কাজ শেষে ফিরে এসে,
রোদে বসে পিঠাপুলি খাওয়ার সাথে সাথে
খেজুরের গুড়ের তৈরি ভাপা পিঠা,পায়েস,
খিড় খেতে খেতে আনন্দের ঢেঁকুর তুলছে।
প্রকৃতিতে এই অপরুপ দৃশ্যের দেখা মেলে
গ্রামবাংলার মুক্ত আকাশের শীতের সকালে।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।