শিরোনামে :- শীতের আগমন
কলমে :- মো: সুমন মিয়া
তারিখ :- ০১ / ১০ / ২০২৪ ইং

ভোরের সবুজ ঘাসের উপর বিন্দু বিন্দু শিশির কণা,
গ্রামের ঐ দূরের আকাশটা হালকা কুয়াশায় ঢাকা।
আকাশে সূর্যটাও দেখা মিলচ্ছে খানিকটা দেরিতে
চারপাশে আকাশে বয়ছে কনকনে হিমেল হাওয়া।
খাল বিল, হাওরে দেখা যাচ্ছে সূদুর সাইবেরিয়ার
হরেক প্রজাতির অতিথিপাখি, তাদের কলকাকলি
প্রকৃতিতে এক অপরুপ সৌন্দর্য্যের মেলা বসেছে।
প্রকৃতির শুষ্ক,রিক্ত এই রূপ বৈচিত্র্য জানান দিচ্ছে
কুয়াশার চাদর মুড়িয়ে শীতের আগমনী বার্তা।

গ্রামাঞ্চলে একটু একটু শীত পড়তে শুরু করেছে
গাছিরা খেজুর গাছের যত নিতে শুরু করেছে।
কৃষকের জমি চাষ নিয়ে ব্যস্ত সময় পাড় করছে
শীতকালীন সবজি শীম, মুলা, ফুলকপি, বাধাকপি
লাউসহ সুস্বাদু হরেক রকমের সবজি চাষ করতে
এ যেন শীতেরই উঁকি, চিরন্তর সৌন্দর্য্যের ঋতু।
ঋতু পরিবর্তনের পালা বদলে আসি আসি করে
প্রকৃতিতে হিম বাতাস নিয়ে আসছে শীতকাল।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।