শিরোনামে :-  প্রয়োজন
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ৩০ - ১০- ২০২৪ ইং

সবার মতো তুইও কী! আমায়
ভুলে গেলি ওরে।
আমার কথা তোর ও কী! আজ
পরে না আর মনে।
আমি যখন ছিলাম পাশে বলতি
কতো রকম কথা।
আমায় তুই ভুলবি না কখনও
দিয়ে ছিলে আশা।
সেই তুই আজ ভুলে গেলি অন্য
সবার মতো করে।
কথা দিয়েও রাখলি না তুই,করলি
ছলনায় অবহেলা।  
যখন তোর প্রয়োজন ছিল,আমায়
আপন করে নিলি।  
প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিয়ে
আমায় ভুলে গেলি।
ভুল কি তবে ছিল আমার, তোর
প্রয়োজন মিটানোই।  
যে প্রয়োজন মিটিয়ে হারিয়ে গেছি
আজ আমি টাই।
সেই হারিয়ে যাওয়ার মাঝে, আমি
খুঁজি না আর তোকে।
তুই যে আছিস এখন সব হারিয়ে
ফুরিয়ে যাওয়ার শোকে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।