শিরোনামে:- প্রার্থনা
কলমে:- মো: সুমন মিয়া
তারিখ:- ২৯ - ২ - ২০২৪ ইং
হে প্রভু,
তুমি মোর রহিম
তুমি মোর রহমান,
এ ধরা তুমি,করেছো দান
তাইতো মোরা করি তোমার গুণগান।
শোন মোর প্রার্থনা
শোন মোর শ্রদ্ধা পূর্ণবাণী
এ ধরায় সমস্ত স্বর্গ সুখ।
সবই দাও তুমি।
প্রতি করুণার দান
সবই তোমার অবদান।
তুমি অনন্ত মহান
এ ধরার তুমি করেছ দান
চন্দ্র, সূর্য, বায়ু, বাতাস,পানি
তাইতো মোরা তোমার আদলে আজ
করি স্বর্গ সুখ খানী।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।