শিরোনামে :- ফিরে আয় মা
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ১৩ - ১১- ২০২৪ ইং
মুনতাহা এই মুনতাহা মুনতাহা
আয়না ফিরে মা, ফিরে আয়
মাকে ছাড়া থাকতে কি তোর
অন্ধকারে আজ ভয় করে না।
মায়ের সাথে অভিমান করে
দূরে সরে আর থাকিস না’রে।
তোকে ছাড়া থাকতে মায়ের
কষ্ট হয়,কেন তুই বুঝিস না’রে।
তুই যে আমার কলিজার ধন
কেন হচ্ছিস পাষানের মতন।
কখনও তোকে করব না হেলা
রাখব যে তোকে রাণীর মতন।
বাবা-মায়ের উপর রাগ করে
কেনও আচ্ছিস দূরে সরে।
একবারও কি বাবা-মার কথা
মনটাতে তোর ধরে না’রে।
কোথায় আচ্ছিস মুনতাহা মা
আয় ফিরে আয়,আয় দেখে যা
তোকে দেখতে আজ কতজন
বাড়িতে এসে ভীর জমিয়েছে ।
মা দিস নারে তুই আমায় ফাঁকি
তুই ছাড়া এই শূন্য হৃদয়ে কে?
এনে দিবে প্রশান্তি,মায়ের ডাকে
সারা দিয়ে আয় ফিরে আয় মা ।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।