শিরোনামে:- পাখি
কলমে:-মো: সুমন মিয়া
তারিখ:- ৪-৯ - ২০২৪ ইং
পাখিটি ডানা মেলে উড়ে যায়
কোনো এক অজানা দেশে।
ভেঙে গেছে তার বাসা খানি
আকস্মিক কোনো এক ঝড়ে।
এক স্থান থেকে অন্য স্থানে
শহর কিংবা গ্রামে, ভিন্ন দেশে
ঘুরে ঘুরে খুব ক্লান্ত হয়ে গেছে
পিপাসায় বুক ধরফর করছে।
নতুন ঠিকানার সন্ধানে পাখি
পাড়ি দেয় পথ দূর বহুদূর
খুঁজে পায়নি তার হারানো নীড়।
শেষে ঠাঁই হলো তার কশাড়ে
বিস্তৃতি মাঠের বিজন হাওয়ায়
সবুজ সোনালী মাঠের দেশে।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।