শিরোনামে :-পদ্মার ইলিশ
কলমে:- মো: সুমন মিয়া
তারিখঃ ১৫ - ১০- ২০২৪ইং

পদ্মার রুপালি ইলিশ কিনতে
গিয়েছিলাম বাজারে।
বাজারে গিয়ে শুনতে ফেলাম ইলিশ না'কি
দোকানে বিক্রি হচ্ছে চওড়া দামে।

ভয়ে ভয়ে গিয়ে দোকানিকে কহিলাম
ইলিশের কেজি কত?
দোকানি কহিলেন, ইলিশের দাম বেশি না
প্রতি কেজি মাত্র বারোশ।

দাম শুনিয়া,গলা কাঁশিয়া কহিলাম আমি
কিছু কম রাখা যায় না ভাই।
দোকানি কহিলেন, ইলিশ কিনতে এসে
দর কষাকষির মানে নেই ভাই।

দোকানির কথা শুনিয়া মনে হলো আমার
ইলিশতো মোদের জাতীয় মাছ,
এই কথাটা সবার মুখেতে শুনতেই ভালো
মানায়, খাবার বেলাতে নয়।

সাদা কালো মোড়ানো চোখ গুলো আজ
কল্পনায় চোখ বুলিয়ে মনে মনে ভাবি
ইলিশ গরিব দুঃখীর জন্য নয়,ইহা শুধু
তাদের জন্য যারা দেশে আজ বড় লোক।

গরীব দুঃখীর চোখে মুখে কল্পনা স্মৃতি হয়ে
থাকবো ইলিশ মাছ।
খেতে না’হি পারবে ইলিশ টাকার অভাবে।
ইলিশ যদি খেতে চাও তোমরা
গরীর থেকে বড় লোক হও সবার আগে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।