শিরোনামে : ওরা পথশিশু
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ৩০  - ১০- ২০২৪ ইং

শহরে অলিতে-গলিতে কিংবা রাস্তার মোড়ে
বস্তা হাতে হাজারো পথ শিশুর বিচরণ।
ওরা কেউ এতিম, কেউ দারিদ্রতার শিকার
ওরা পরিত্যক্ত, ওরা আজ রাস্তার টোকাই।
ওরা খালি গায়ে কিংবা ছেঁড়া জামা গায়ে
রাস্তার পাশে বা ময়লার স্তূপে জমে থাকা
বোতল, পলিথিন কিংবা ভিক্ষার রোজকারে
ওরা ওদের পেটের ক্ষুধা নিবারণ করে।

ওরা রাস্তা, রেলস্টেশন কিংবা বাসটার্মিনালে
ওরা কোনো ভাবে ওদের রাত্রিযাপন করে।
ওদের থাকার কোনো আশ্রয়স্থল যে নাই।
ওরা সমাজে অবহেলিত, লাঞ্ছিত আর বঞ্ছিত
সমাজে ওদের দায়ভার নেবার কেউ নাই
কারণ ওরা পথশিশু, ওদের জন্মপরিচয় নাই।

সব হারিয়ে নিঃস্ব ওরা পায়না কোনো সুখ
দারিদ্র্যতার আঁকড়ে ধরেই ওরা হয় পথশিশু।
ওরা জীবনভর মানুষের পদপিষ্ট হতে থাকে
সুযোগ পেলে মানুষ টোকাই বলে গালি দেয়
মানুষের লাঞ্ছনা আর পরিহাস সইতে না পেরে
অবশেষে ওরা অন্যায়ের পথ বেচে নেই।

ভাগ্যের নির্মম পরিহাসে, ওরা আজ অসহায়
ওরা সমাজের সুবিধাবঞ্চিত, ওরা পথ শিশু
ওদের জন্মতে নেই ভুল, নেই কোনো পাপ
ওদের পাশে না দাঁড়ালে পেতে হবে অভিশাপ।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।