শিরোনামে :- ন্যায় নীতি
কলমে :- মো: সুমন মিয়া
তারিখ :- ১১ - ১০ - ২০২৪ ইং

ন্যায় নীতির কথা সবার মুখে
কাজের বেলায় কেউ নাই।
ন্যায় নীতির পথে চলতে গিয়ে
সময়েতে,সবাই পথ হারায়।

হঠাৎ দেখি চারপাশেতে
ন্যায় নীতিবানের অভাব নাই।
সুস্থ সমাজ গড়ার ছলে
ন্যায় নীতি বোধের গল্প শুনায়।

এই সমাজের মানুষগুলো
দুষ্ট লোকের কথার ফাঁদে পড়ে
জ্ঞানী লোকের নীতি কথার
কদর নাহি কেউ দিতে জানে।

এই সমাজের দুষ্ট লোকগুলো
নিজের দোষ গোপন করতে
সমাজে ভালো সাজার অভিনয়ে
অন্যের দোষ ত্রুটি খুঁজে ফিরে।

দুষ্ট লোকেরা, মিষ্টি কথায়
মানুষ জনকে সব ভুল বুঝায়।
নিজের স্বার্থ হাসিল হলেই
সমাজে বাস্তব রূপ প্রকাশ পায়।

ন্যায়ের মুখোশ পড়ে সবাই
এই সমাজে ঘুরে বেড়ায়।  
লোক চক্ষুর আড়াল হয়েই
অন্যায় কাজে লিপ্ত হয়।

কথার চলে সবাই ন্যায় নীতিবান
কাজে কর্মে কেউ তো নয়।  
কথা আর কাজে যার মিল আছে
ন্যায় নীতিবান তারাই হয়।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।