শিরোনামে :- নিস্তব্ধ রাত
কলমে:- মো: সুমন মিয়া
তারিখ :- ২৯ / ০৯ / ২০২৪ ইং

এই অন্ধকার গভীর রাতে,
নিস্তব্ধতায় ঘেরা চারপাশে
কেউ জেগে নেই, এ ধরায়
শুধু জেগে আছি আমি ও
আকাশে জেগে আছে তারা
আর জেগে আছে চাঁদ।
চাঁদ, তারার এই মিতালি খনে
আমি হয়েছি তার গীতালি।
নিস্তব্ধ রাত কেটে যাবে
গল্প, কবিতা ও গানে।
পূর্ব আকাশে দেখা দিবে
জ্বলজ্বলে আলোর প্রভাত।
সে আলোয় হারিয়ে যাবে
নিস্তব্ধ ঘেরা এ অন্ধকার রাত৷
কিছু স্মৃতি রয়ে যাবে, যন্ত্রণায়
ঘুমাতে না পারা এ রাতের।
কেউ জানতেও পারবে না  
নিস্তব্ধঘেরা এ রাতে কাহিনী।
ভোরের আকাশে পাখিরা
গাইবে মধুর কণ্ঠে গান।
জেগে উঠবে প্রকৃতি,জাগবে
এ ধরায় ঘুমন্ত প্রাণ।
সে সাথে হারিয়ে যাবে সবকিছু
হারিয়ে যাবে নিস্তব্ধ রাত।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।