শিরোনামে:- না বলা কথা
কলমে:- মো: সুমন মিয়া
তারিখ:-  ৩ - ৭ - ২০২৪ ইং

দূরের পথে, অজানা শহরে
বিকেলের শেষের প্রান্তরে।
আজ একলা পথ হেঁটে চলা
না বলা কথা, হয়নি  বলা।

ফিরে আসবো কি-না জানি না
জীবনটা তো ভরই বেমানান।
তুমিহীনা আজ একলা রোজ
থাকতে শিখে গেছি প্রতিকোণ।

যদিও বা আসি ফিরে ,এই শহরে
না বলা কথা গুলো থাকবে পরে।
হবে না কখনও বলা, না বলা কথা
কথা করেছে মানা, কথা বড্ড দামী।

আজ দীর্ঘশ্বাস গুলোও বেঁচে নেই
আমার গল্পের শেষ কোথায় কবে!
শূন্যতায় ঘেরা এই শহরটাতে,আবার
গল্প হবে কি, বিকেলের শেষ প্রান্তরে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।