শিরোনামে :- মুখোশধারী মানুষ
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ২৮ - ১০- ২০২৪ ইং
প্রত্যেক মানুষের জীবনে
দুইটা সত্তা জায়গা পায়।
একটা তার প্রকৃত সত্তা
অন্যটা মুখোশধারী সত্তা।
সমাজে প্রত্যেকটা মানুষ
কোনো না কোনো ভাবে
মুখোশের আবরণ পড়ে
প্রতারণার আশ্রয় নেয়।
কেউ ইতিবাচক উদ্দেশ্যে
নিজের দুঃখ,কষ্ট গুলো
নিজের মধ্যে লুকানোর
প্রবণতায় মুখোশ পড়ে।
কেউ পরিবারের সবাইকে
হাসিখুশি,আনন্দে রাখতে
নিজের সুখ বির্সজন দিয়ে
অভিনয়ের মুখোশ পড়ে।
কেউ সমাজের কথা ভেবে
বাবা সন্তানের কথা ভেবে
এমন অসংখ্য মুখোশধারী
মানুষ এই সমাজে রয়েছে।
আবার কিছু মানুষ আছে
যারা প্রতারণা উদ্দেশ্যে নিয়ে
সমাজের আনাচে কানাচে
ভালো সাজার অভিনয় করে।
কেউ রাজনীতির ময়দানে
ভালো হওয়ার মুখোশ পড়ে।
অন্যায় কাজে লিপ্ত থাকে
যা সামনে প্রকাশ পায় না।
এমন কিছু মুখোশধারীও আছে
যারা নিঁখুতভাবে অভিনয় করে
লুটপাট, হত্যা, ধর্ষণ, নির্যাতন,
সহ আরও অন্যান কাজে লিপ্ত।
সমাজে এত মুখোশধারীর মাঝে
শুধু প্রকৃত মানুষের খুব অভাব।
আমাদের সাবধান থাকতে হবে
মুখোশধারী মানুষদের কাছ হতে।
মুখোশধারী মানুষ সমাজের জন্য
ভয়ংকর সর্প সমতুল্য হয়,
এরা মুহূর্তেই রং পরিবর্তন করে
সাপের মতো দংশন করতে পারে।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।