শিরোনামে :- মৃত্যু
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ১২ - ১২-  ২০২৪ ইং

যদি এই ভুবন ছেড়ে,
কভু ফেরার আহ্বান আসে।
ঘুম না ভাঙা ভোরে,
মৃত্যু’কে করবো আলিঙ্গন।
ফিরে চলে যাবো,
এ ভুবনের সকল মায়া ছেড়ে।
নতুন পথের সন্ধানে,
পথ চলা শুরু, অন্য ভুবনে।

কত স্বপ্ন, কত কথা
চিরদিন অধরা থেকে যাবে।
কত কাজ,কত ব্যস্ততা
অসমাপ্ত হয়ে থাকবে পড়ে।
এ যেন এক নিমর্ম খেলা,
যেখানে হেরে যাওয়া নিশ্চিত।
এই মৃত্যুকে জয় করে,
ফেরার কোনে সুযোগ থাকেনা।

সাদা কাপড়ে মুড়িয়ে,
সাড়ে-তিন হাত মাটির ঘরে।
রেখে আসবে সবাই,
অন্ধকারে কবর বাসী করে।
মুনকার-নাকীর এসে
আমায় করবে তখন সওয়াল।
সওয়ালের জবাব শেষে
মিলবে আমার পথের ঠিকানা।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।