শিরোনামে :- ক্ষণিকের ভুল
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ২৭- ১২ - ২০২৪ ইং
অসময়ে ফোঁটলে ফুল
যেমন, ক্ষণিকেই ঝরে পড়ে।
তেমনি ভাবে আমিও,যে আজ
গেলাম ঝরে, ক্ষণিকের ভুলে।
অসময়ে ফোঁটা ফুলের মতো
ভুলটাই আমার কাল হয়েছে।
ক্ষণিকের সেই ভুল,বেদনা হয়ে
চিরকাল রয়ে যাবে হৃদয়ে।
আহা! সে কি কঠিন যন্ত্রণা।
কি'বা করিয়াছি ভুল,যে ভুলে
অসময়ের ফোঁটা ফুলের
মতোই, কিঞ্চিৎ সুখে থাকিয়া
ধূলো মাখা পথে পড়ে আছি,
হৃদয়ের আঁকা স্বপ্ন নিয়ে।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।