শিরোনামে : মায়ার আসক্তি
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ০৪ - ১১- ২০২৪ ইং

মায়ার আসক্তি বড়ই বৈচিত্র্যময় বস্তু
কখন কার কিসের প্রতি মায়া লাগে
তা কেউ বলতে পারে না।
এই দুনিয়ায় অনেকেই আছে
যারা অনেক কিছুর মায়ায় আসক্ত।
এইতো চলার পথে দেখা যায়
প্রেমিক প্রেমিকার মায়াই আসক্ত
আবার প্রেমিকা প্রেমিকের মায়াই।
মা-বাবা তার সন্তানের মায়াই আসক্ত
আবার সন্তান তার মা-বাবার মায়াই।

আবার এমনও দেখা যায়
কেউ একাধিক মেয়ের মায়াই আসক্ত
আবার কেউ একাধিক ছেলেতে মায়াই।
কেউ অধিক ধুমপানের মায়াই আসক্ত
কেউ বা বন্ধুতের মায়াই আসক্ত।
এমনও হয় কেউ কর্ত্যবের মায়াই আসক্ত
কেউ পরিবারের দায়িত্বের মায়াই আসক্ত
কেউ বা ধন সম্পদ,টাকার মায়াই আসক্ত।

সমস্ত কিছুর মায়াই কাটিয়ে উঠলেও
মানুষ একটা মায়া কখনো কাটাতে পারে না।
তা সন্তানের প্রতি মা-বাবার আসক্তি।
আমিও আমার সন্তানের মায়াই আসক্ত।
ক্ষনিকের জন্যও তাকে ভুলতে পারছি না,
খুবই কষ্ট হচ্ছে তাকে দূরে রেখে আসাতে।
তবুও আমায় তাকে ছেড়ে যেতে হচ্ছে
পরিবারের দায়িত্ব কর্তব্যকে প্রধান্য দিয়ে
টাকার মায়াই আসক্ত হয়ে ফিরতে হচ্ছে
জীবনের তাগিদে, ভবিষ্যতের আসায়।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।