শিরোনামে :- মায়াবী চোখ
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ৩১ - ১২-  ২০২৪ ইং

কাজল মাখা চোখে ভয়ংকর এক নেশা,
দৃষ্টি সরানো দায় এ যেন বড্ড সর্বনাশা।
ওই মায়াবী চোখেই আমি মন হারিয়েছি,
না জানি, এ কোন মায়াই আবদ্ধ হয়েছি।
তোমার ওই মায়াবী চোখের চাহনিতেই,
আমার স্বপ্নের রং মেখেছি মনের ভুলেতে,
যে দিন আমি তোমার ওই চোখ দেখেছি।
তোমার ওই চোখের ভাষায় কত স্মৃতি,
ফিরে ফিরে এসে, কত কিছুই বলে যায়,
সেই চোখে চোখ রেখে আমি হারিয়েছি।
তোমার ওই মায়াবী দুটি চোখের পাতায়
আজও নিজেকে খুঁজি মনের অজান্তেই।
তোমার ওই চোখ যেন এক মরণ ফাঁদ,
যে ফাঁদে পরে চোখ মেলে থাকিয়ে থাকি
তোমায় কাছে পাবো বলে, তবুও দেখো
ভালোবাসি তোমায় এখনো বলাই হয়নি।