শিরোনামে :- মন খারাপে
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ৩ - ১২ - ২০২৪ ইং

অতিরিক্ত মন খারাপের ক্ষণে
আমি নির্জনে হারিয়ে যাই।
হয়তো কোনো বটবৃক্ষের নিচে
কিংবা নিস্তব্ধ নদীর কিনারে।

সেখানে বসে অনমনে ভাবি আর
আকাশের পানে থাকিয়ে দেখি
বাতাসে মেঘ উড়ে যাওয়া, কখনো
মেঘমুক্ত আকাশকে উপলব্ধি করি।

সন্ধ্যা লগ্নে বটবৃক্ষের নিচে বসে
এক ঝাঁক পাখি নীড়ে ফিরতে দেখি।
আবার কখনো নদীর কিনারে বসে
জোঁয়ার ভাঁটার দৃশ্য উপলব্ধি করি।

এই সব দেখতে দেখতে কখন যে
নিজের দুঃখ কষ্ট ফিকে হয়ে যাই
তা মনেতেই আসে না,তখন জীবনের
সব আশা আকাঙ্ক্ষা তুচ্ছ মনে হয়।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।