শিরোনামে :- ক্লান্তি
কলমে🖊- ☞ মো: সুমন মিয়া
তারিখ :- ০৩  / ১০ / ২০২৪ ইং

অলসতাই কাটছে দিন
কোনো কাজে মন বসছে না।
একরাশ ক্লান্তি শরীরে
কিছুতেই কাটিয়ে উঠছে না।

অলসতা কিছুতেই দূর হচ্ছে না
ঘুম থেকে উঠে আড়মোড়া ভাঙতেই
আবারও সেই ক্লান্তিটা ফিরে আসে।
রাতে ঘুমের পরও, কেন এত ক্লান্তি
কিছুতেই বুঝে উঠে পারছি না।

অলসতায় কাজে আগ্রহ নেই ,
ছনছনে ভাবটাই যেন উধাও
মনে হচ্ছে শুধু, কুঁড়েমি করেই
দিনটা কেটে যাক কোনো মতে।
মনে উদ্বেগ বাড়ছে পাল্লা দিয়ে
শরীর, মনে পাহাড়সম ক্লান্তি
এ ক্লান্তি কী করে কাটবে ?  

এত দুশ্চিন্তা,চাপ নিতে পারছি না
মাথা ভনভন করে ঘুরছে।
বিপদ আর হতাশা গ্রাস করে,
মনে অবসাদ মাথাচাড়া দিচ্ছে।
সবকিছু থেকে আত্মবিশ্বাস উঠে
একেবারে ঠেকেছে তলানিতে৷

কিছুতেই আর ঘুম আসছে না,
কেটে যাচ্ছে রাত, বিছানায়
এ পাশ-ও পাশ করেই।
উদ্বেগ,অলসতা উধাও হয়েছে না
আত্মবিশ্বাস ফিরে পাচ্ছি না
কিছুতেই বুঝে উঠতে পারছি না
কিভাবে দুর হবে এ ক্লান্তি ?

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ।