শিরোনামে : খুব জানতে ইচ্ছে করে
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ০৯ - ১১- ২০২৪ ইং
খুব জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি?
হয়তো তুমি ভালোই আছ
আগের মতো করেই।
আমিও আজ ভালো আছি
তোমার মতো করেই।
খুব জানতে ইচ্ছে করে
তুমি কি আগের মতো করে
আজও আমার কথা ভাব
না’কি নতুন কারো সাথে
নিজেকে মানিয়ে নিতে
আমায় তুমি ভুলেই গিয়েছ।
রেশমি শাড়ি,পায়ের আলতা
হাতে চুরি, কপালে টিপ
খোপায় বেলি ফুলের মালায়
আজ দেখতে কেমন লাগে
খুব জানতে ইচ্ছে করে।
আরো জানতে ইচ্ছে করে
তুমি কি সেই আগের মতো
আজও রাগ অভিমানগুলো
নিজের মধ্যে পুষে রাখো।
না'কি সময়ের সাথে সাথে
নিজেকে নতুনত্বে সাজাতে
সব কিছুই মানিয়ে নিয়েছ।
আচ্ছা এখনো কি তুমি
সেই আগের মতোই করে
গ্রামের ছোট্ট কুটিরে থেকে
নিজের স্বপ্নগুলো আঁকো।
না’কি শহরের আধুনিক ফ্ল্যাটে
নিজের স্বপ্নগুলো সাজাও
ঠিক আমার মতো করে।
খুব জানতে ইচ্ছে করে।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।