শিরোনামে :- কেন ঝরে অবুঝ প্রাণ
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ১২ - ১১- ২০২৪ ইং

কেন বারংবার ঝরে মুনতাহার মতো
অসংখ্য অবুঝ শিশুর প্রাণ।
কেন ওরা নৃশংসতার শিকার হয়ে
স্মৃতির পাতায় ভেসে বেড়ায়।

ওদের জীবন কী এতোটাই তুচ্ছ
যদি তুচ্ছ না হয়, তবে কেনও?
বারংবার একই ঘটনার পুনরাবৃত্তিতে
ঝরে যায় স্নিগ্ধ কোমল মুখগুলো।

ওরা তো অবুঝ, নিষ্পাপ পবিত্র ফুল
ওদের জীবন বাঁকে থাকে না ভুল।
তবে কোন অপরাধের, কোন বিরোধে
ঝরে এইসব অবুঝ শিশুর প্রাণ।

যারা নেয় কেড়ে শিশুদের প্রাণ,
ওরা মানুষ হয়েও অমানুষ, নরপিশাচ
পশুর চেয়েও অধম,ওদের কাঁপে না বুক
নিষ্পাপ শিশুদের কেঁড়ে নিতে প্রাণ।

ওরে নরপিশাচের দল তোরা শুনে রাখ
এই নিকৃষ্ট হত্যাযজ্ঞের ক্ষমা নেই।
যে বিরোধ বা হিংস্রক মনোভাবেই থাকুক
তোদের বিচার কখনো না কখনো হবেই।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।