শিরোনামে :- জুলুমের জুলুমদারী
কলমে:- মো : সুমন মিয়া
তারিখঃ ০৩ /০৮/২০২৪ ইং

স্বৈরাচারের হুকুম মেনে
আর কত দিন করবে তুমি তার গোলামি।
তোমার ঐ বিবেকটাকে প্রশ্ন করো
জুলুমদারীর পক্ষ নিয়ে, কি করছ তুমি?
তোমার ঐ ন্যায় ভাবকে জাগ্রত করো,
চিন্তা করে দেখো তুমি,  
ক্ষমতার মোহে পরে, হয়ে গেছে অন্ধ তুমি।
ভেবে দেখো তোমারও তো
ভবিষ্যৎতে হবে ছেলে মেয়ে, নাতী পুতি।
কীসের আশায়, কি করছ তুমি?
ভেবে দেখো একবার, কি করছ তুমি?
যাদের তুমি করছ আঘাত তারাও তো
তোমার মতো কোনো মায়ের কুলের রতন।
তোমার মায়ের কথা ভেবে চিন্তা করো
যখন থাকবে না জুলুমের জুলুমদারী
তখন কি হবে তোমার? কি করবে তুমি?
এটাও ভেবে চিন্তা করো,
যখন তোমার ছেলে মেয়ে জানবে সেটা
জুলুমের পক্ষ নিয়ে করছ তুমি জুলুমদারী।
কি জবাব দিবে তাদের, চিন্তা করে দেখ তুমি।
তাই ভেবে দেখ একবার এই ন্যায় দাবি
ভবিষ্যৎতে থাকবে, সবার অধিকার।

ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।