শিরোনামে :- এই হেমন্তে
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ৪ - ১২- ২০২৪ ইং
এই হেমন্তে নীল আকাশের
সাদা মেঘপুঞ্জগুলো হারিয়ে গেছে।
উত্তরের মৃদু শীত হাওয়ায়
জানান দিচ্ছে শীতের আগাম বার্তা।
হেমন্তের ভোরে ধানক্ষেত যেন
বিন্দু বিন্দু শিশির আর মাকড়সার জাল
মিলিত ছন্দে সেজে উঠেছে।
গাছের পাতার হালকা মৃদু হাওয়া
প্রকৃতিতে হাড় কাপানো শীত ছড়িয়ে,
পশু-পাখির হৃদয়ে কাঁপন জাগিয়েছে।
সকালের রোদ্দুরে, পশু-পাখিরা
গাছে, ছাদে, উঠানে ছোটাছুটি করছে।
তা দেখে মনে হচ্ছে, পৃথিবীর
সকল আনন্দ ওদের মনে ভর করেছে।
ঈশ্বরগঞ্জ,ময়মনসিংহ।