শিরোনামে :- ইচ্ছে ঘুড়ি
কলমে:- মো: সুমন মিয়া
তারিখ:- ১০-৯-২০২৪ ইং
মনের সকল ইচ্ছেগুলোকে
উড়তে দিতে নেইকো মানা।
বাঁধন থেকে মুক্তি দিতে, আজ
বাঁধা তো আর কেউ দিবে না৷
উড়বে সবাই মনের সুখে
মুক্ত রেখেছি মনের ডানা।
ইচ্ছে ঘুড়ির, স্বপ্ন ডানায়
উড়তে দিতে নেইকো মানা।
আমার স্বপ্নগুলো বাস্তবিক রুপে
কখনো পাই বা নাই পায়।
আমার ইচ্ছে ঘুড়ির স্বপ্নগুলো
ভেসে যাক এভাবেই হাওয়ায়।
আমার স্বপ্নগুলো থাকবে পড়ে
অপূর্ণ এক গল্পের বইয়ে।
সাধ্যমতো দেখলে কভু
ফিরতে পারে বাস্তব রুপে।
তাই ইচ্ছে ঘুড়ির, স্বপ্ন ডানায়
উড়তে দিতে নেইকো মানা।