শিরোনামে :- পাইনি তোমার মন
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ২০ - ১২ - ২০২৪ ইং
তোমাকে ভালোবেসে আমি
আজও পাইনি তোমার মন।
না পাবার অনুভূতি আমায়
প্রতিমূহুর্ত কাঁদায় সারাক্ষণ।
তুমি কথা দিয়ে বলেছিলে
কভু যাবেনা আমায় ছেড়ে।
তবে কেনও? ছলনা করে
আমায় দিয়ে গেলে বেদনা।
মনে কত স্বপ্ন এঁকেছিলাম
বিনিময়ে পেয়েছি লাঞ্ছনা।
ভালোবেসে সুখী হতে গিয়ে
আজ পেয়েছি শত বঞ্চনা।
তুমি চলে গেছ বলেই আজ
আমি সব হারিয়ে সর্বহারা।
তবুও এই মন কয় বাঁচবোনা
আমি কখনও তোমায় ছাড়া।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।