শিরোনামে :- হারিয়ে ফেলেছি
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ২ - ১২ - ২০২৪ ইং
নিজেকে হারিয়ে ফেলেছি আজ
কোনো এক ব্যস্ত শহরের গলিতে।
এই শহরেই ছিল আমার বসবাস
তবু্ নিজেকে হারিয়ে খুঁজি আজ।
শূন্যতায় ঘেরা আমার, এ হৃদয়ের
খোঁজ নেবার কেউ নেই, তবু খুঁজি
নিজেকে হারিয়ে অন্যথ গোপনে
ভালোবাসার পরশ খোঁজে পেতে।
এই শহরে উপচে পড়া ভিড়ে মাঝে
নিজেকে হারিয়ে আজ দিশেহারা।
আজ ভালোবেসে কাছে পেতে চায়
যেন নিজেকে নিজের মাঝেই পাই ।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।