শিরোনামে :- হারানো শৈশব
কলমে:- মো : সুমন মিয়া
তারিখ :- ২৪ / ০৯ / ২০২৪ ইং
নব্বই দশকের দিনগুলো আজও চোখে ভাসে
কতো মনোমুগ্ধকর ছিল সেই ছায়াঘেরা গ্রাম।
স্কুল, মকতবে ছোট যাওয়া সেই দিনের কথা।
ভোরের আকাশের পাখিদের কিচিরমিচির
কৃষকেরা লাঙ্গল, জোঁয়াল কাঁধে মাঠে চলার
সেই দিনগুলো হারিয়ে গেছে স্মৃতিরপাতায়৷
প্রতিদিন সকাল সন্ধ্যায় দাদা-দাদির কাছে
চাঁদের বুড়ি সহ নানা রকম মজার গল্প শোনা।
বিকালে বাড়ির সামনে পরিত্যক্ত জমিতে
ছেলেমেয়েরা জড়ো হয়ে লুকোচুরি, গোল্লাছুট,
কুতকুত, সাতধাপ্পা, চোর-পুলিশ খেলার
সেই দিনগুলো হারিয়ে গেছে স্মৃতির পাতায় ।
হারিয়ে গেছে শৈশবে দেখা শীতের সকালে
খেজুর গাছ থেকে গাছির রস পাড়ার দৃশ্য।
শিমুল ফুল কিংবা কুল-বরই কুড়াতে যাওয়া।
গরমের দিনে পাড়ার ছেলেমেয়েদের সঙ্গে
প্রতিযোগিতা করে আম কুঁড়াতে যাওয়া।
দুপুরে পাড়ার ছেলেমেয়েরা এক হয়ে নদীতে
কিংবা পুকুরে লাফালাফি, ঝাঁপাঝাঁপি করা
মা, কিংবা বাবার তাড়া খেয়ে উঠে দৌড়ানো।
বর্ষার পানিতে কলার ভেলা ছড়ে ঘোরাঘুরি
জালে মাছ ধরা, খালের দুপাশে অগণিত
গাছপালায় ঠাসা সোনালি শস্যের সেই মাঠে
প্রজাপতি আর ঘাসফড়িংয়ের মগ্ন নাচানাচি।
সন্ধ্যা খেলা শেষে ঘরে ফিরে হারিকেন আলো
মাথা দুলিয়ে দুলিয়ে স্কুলের পড়া মুখস্থ করা।
হাজারও প্রাকৃতিক সমারোহে আবৃত শৈশব
হারিয়ে গেছে, রয়েছে গেছে স্মৃতির পাতায় ।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।