শিরোনামে :- স্বাধীনতা ফিরবে
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ২৩ - ১২-  ২০২৪ ইং

স্বাধীনতার নামে এই দেশেতে
আজও মিথ্যের ছড়াছড়ি।
গ্রামে-গঞ্জে ঘুরে ফিরে দেখেছি,
এদেশের শত-শত লোক
স্বাধীনতার শৃঙ্খলে গেছে ফেঁসে।
আমি দেখেছি, আজও
শতশত লোকের অভাব অনটন।
ওদের জীর্ণ শরীরে, শীর্ণ মনে
লুকানো কষ্টের আর্তনাদ।
আমি আরও দেখেছি, শ্রমিকরা
ক্ষেত খামারে, ইটের ভাটায়
কীভাবে, স্বাধীনতার খর্ব হচ্ছে।
কীভাবে,কড়া পাহারায় কেড়ে নেয়
স্বাধীনতার সবটুকু জোচ্ছনা।
তবুও তারা প্রতিক্ষার প্রহর ভাঙ্গে
স্বাধীনতা ফিরে আসবে বলে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।