শিরোনামে :- দুঃসময়ের স্মৃতি
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ১১ - ১২- ২০২৪ ইং
দুঃসময়ের স্মৃতিগুলো যখন
বারবার চোখের সামনে ভাসে
তখন হতাশাগ্রস্ত মনে ভাবি,
কেনো এসেছি? এই পৃথিবীতে।
এমন কি’বা প্রয়োজন ছিল
দুঃসহ এই জীবন নিয়ে আসার।
কখনো ভাবি, এ জন্মই বৃথা।
আবার কখনো এটাও ভাবি
এই সুন্দর পৃথিবীতে এসে
যা পেয়েছি তাতেই’বা কম কি?
আলো বাতাসে মিশানো সুঘ্রান
মাটির স্নিগ্ধ স্পর্শে মমতার স্বর্গ।
মাঝে মাঝে কখনোও পেয়েছি
আগুনের গোলার মতো তিক্ততা।
এসব কিছুর অনুভবেই জীবনে
প্রবাহিত হচ্ছে দুঃসময়ের স্মৃতি।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।