শিরোনামে :-  চোখের অশ্রু
কলমে:- মো : সুমন মিয়া
তারিখ:- ২২  /০৯ / ২০২৪ ইং

সমবেদনা আর চোখের অশ্রু  দিয়ে
দুঃখ প্রকাশ করলে কী? দুঃখ প্রকাশ পাবে।
মনের মাঝে যত কষ্ট, যন্ত্রণা আছে
তা কী করে? দাঁড়িপাল্লায় মেপে ওজন করবে।

যখন আমার পাগল তোফাজ্জল ভাইকে
বিদ্যাপীঠের ক্যাম্পাসে করল সবাই মিলে খুন
তখন কারো চোখ কাঁদেনি, কাঁদেনি কারো মন।
অপরাধ কী ছিল তাহার ? কী দোষ ছিল হায় ?
অপরাধ ছিল এটাই তাহার,
পেটের ক্ষুধায় ঘুরে বেড়িয়েছিল প্রিয় ক্যাম্পাসে।  

সব মানুষেই মানুষ তো নয়, কিছুতো অমানুষ রয়
যার ফলে বিদ্যাপীঠগুলোতে ঘটে খুনের ঘটনা।
খুনের বিচার হওয়ার নামে, কেটে যায় বহুবছর
তাইতো চোখের অশ্রুয় দিয়ে শোধ হবে না তার দাম।