শিরোনামে :- বসন্ত বিলাস
কলমে :- মো: সুমন মিয়া
তারিখ :- ৪-২-২০২৫ ইং

বসন্ত আজ থেকে যাও তুমি
বেলা-অবেলার ঝরে,
বসন্ত তুমি গেঁথে গেছে আজ
মাঠে-ঘাটে-প্রান্তরে।

বসন্ত তুমি বাঁচার মিছিলে
দাওনি কখনো ফাঁকি,
বসন্ত তুমি ভীষণ আদুরে
মনের মধ্যেই রাখি।

বসন্ত তুমি কোকিলের কন্ঠে
শিমুল-পলাশে থাকো,
বসন্ত তুমি পারো তো একটু
আমাকেও মনে রাখো।