শিরোনামে:- বীর সেনা
কলমে:-মো: সুমন মিয়া
তারিখ:- ৪ - ৮ - ২০২৪ ইং

তুমি নবীন,তুমি প্রবীণ
তুমি তারুণ্যের হাতিয়ার।
তুমি শক্তি,তুুমি নিরবার
তুমি আগামীর অহংকার।
তুমি জাগ্রত,জাতি জাগ্রত
তুমি জাগ্রত বীরসেনা।
তোমার মাঝেই বয়ে চলছে
হাজারও তরুণ সেনা।  
তোমার শক্তিতে জাগ্রত জাতি
আজও দাঁড়িয়ে আছে বেশ।
তুমি জাগ্রত কর উন্নত শীর
বুক পেতে দাও রাজপথে।
পাশেই দেখতে পাবে রয়েছে
দাঁড়িয়ে,হাজারও বীরসেনাকে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।