শিরোনামে:- বীর সন্তান
কলমে:-মো: সুমন মিয়া
তারিখ:- ২ -৮-২০২৪ ইং
স্বাধীন হয়েও আজও আমরা পরাধীন
নেই আমাদের কথা বলার অধিকার।
চারিদিকে এত অন্যায় দেখেও আমরা
আজও পথ চলছি নির্দ্বিধায়।
চোখ থাকতেও, আমরা অন্ধ জাতি
আশেপাশের কিছু দেখতে পাই না৷
অন্যায় অবিচার চোখে দেখেও
আমরা প্রতিবাদ করতে পারি না।
অন্যায় রিরুদ্ধে,
ন্যায়ের পক্ষে কিছু বলতে না পেরে
বিবেকের কাছে আমরা আজ দায়বদ্ধ,
তোমাদের কাছে আমাদের এই ভীরুতার,
কিছু জবাবদিহি করে যাব, শোন রাখো
হে আগামী প্রজন্ম।
আমরা ছিলাম না কখনো ভীরু-কাপুরষ,
করেছি প্রতিবাদ, সময়ে রুখে দাঁড়িয়েছি
দেখেছি আমরা করতে পারি প্রতিঘাত।
তাহারি তরে বায়ান্নোর ভাষা আন্দোলনে
জীবন দিয়ে প্রমাণ করে গেছে সালাম,
জব্বার, রফিক, বরকত, শফিউর।
চব্বিশে এসেও কোটার তরে জীবন
দিয়ে দেখিয়ে দিয়েছে আবু সাঈদ,দীপ্ত,
আকরাম, ফয়সাল,রাফি,শান্ত,তানভীর।
বুকের তাঁজা রক্তে রাজপথ হয়ে রঙিত।
দেখিয়েছে তারা অন্যায়ের বিরুদ্ধে,
ন্যায়ের পক্ষে কীভাবে রুখে দাঁড়াতে হয়।
শত জুলুমের মাঝেও, পিছু পা করেনি।
করেছে প্রতিবাদ, অধিকার আদায়ে
থমকে দাঁড়ায়নি, করেছে প্রতিঘাত।
শুনিয়েছি প্রতিবাদী গান,দেখিয়েছে
আমরা নয়কো ভীরু-কাপুরুষ,
আমরাও দেশের বীর সন্তান।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।