শিরোনামে :- বিচার চাইবো পরকালে
কলমে:- মো : সুমন মিয়া
তারিখ:- ২১ /০৯/ ২০২৪ ইং
মা-বাবা হারা এতিম সন্তান, ছিলাম স্বজন হারা
প্রেমের আঘাত পেয়ে আমি হইলাম আত্মহারা।
মা - বাবা, ভাই সব হারিয়ে হলাম পরিবার শূন্য
এত সব আঘাতে হারালাম আমি মানসিক ভারসাম্য।
চিন্তাভাবনা, অনুভূতি কিছুই নেই যে আমার,তাই
রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতাম আমি তোফাজ্জল।
চাহিদা আমার ছিলনা কিছু, ছিল পেটে ক্ষুধার টান
তাইতো খাবার চাইতে ছুটে যেতাম মানুষের দ্বারে দ্বারে।
খাবারের জন্য গিয়েছিলাম তোমাদের বিদ্যাপীঠে
চোর চোর বলে তোমরা, আমায় গণপিটুনি দিলে
খাবার তোমরা দিলে আমায় কিন্তু বিনিময়ে নিলে প্রাণ
আহা! এই কি ছিল তবে আমার নিয়তির বিধান।
লাঠির আঘাতে হয়েছি ক্ষতবিক্ষত, যন্ত্রণায় করেছি চটপট
একটুও দয়া করোনি আমায় বরং হয়েছিলে স্বার্থপর।
এত আঘাত সইতে না পেরে, প্রাণ পাখি গেল উড়ে
পড়ে রইলো আমার নিতর দেহ, এই প্রিয় মাতৃভূমির তরে।
এই পৃথিবীতে আপন বলতে কেউ ছিল না আমার
তাই মিথ্যে চোরের অপবাদে হলাম ভুক্তভোগী শিকার।
আমার মৃত্যুর বিচার চাইবার কেউ যে বেঁচে নেই
পরকালে আল্লাহর কাছে বিচার চাইব আমি তোফাজ্জল।