শিরোনামে:- ভাঙার খেলা
কলমে:-মো: সুমন মিয়া
তারিখ:- ২৫ - ৭ - ২০২৪ ইং

যে দিকে থাকাই,
সে দিকেই দেখি
চলছে ভাঙার খেলা।
আলোর শেষে,
আসলো ফিরে
আধাঁর রাতের বেলা।
তারুণ্যতে ভুলে ভরা
ধ্বংস দিকে দিকে।
অস্তিত্বের চলছে লড়াই
থাকবে কারা টিকে।
চলছে চলুক তবে,
থামবে না কারো তরে
সবে আজ দিশেহারা।
ফিরে আসবে না তারা
শেষ আধাঁরের মাঝে
হারিয়ে গেছে যারা।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।