শিরোনামে:- ভালো থাকা
কলমে:- মো: সুমন মিয়া
তারিখ:- ২৬ - ৬ - ২০২৪ ইং
সারা দিনের ক্লান্তি শেষে
বিকেলের শেষ প্রান্তরে
সন্ধ্যার গোধূলি বেলায়,ক্লান্ত
পাখিরা ফিরে গেছে সব ঘরে।
ক্লান্ত দেহ, চিন্তিত হয়ে ভাবে
ভালোথাকার এতটুকু ভাবনা
হারিয়ে গেছে আজ, সন্ধ্যার
গোধূলি বেলার অন্ধকারে।
ক্লান্ত দেহ,আজ এতটুকুই চায়
ভালো লাগাগুলো,ভালো থাক
আজীবন, শুধু তোমায় ঘিরে।
আমার ভালো থাকাগুলো সব।
মনে অলিখিত হয়েই থাক,
সাথে কিছু যন্ত্রণা সাথী হয়ে ।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।