শিরোনামে:- বাঁধ
কলমে:-মো: সুমন মিয়া
তারিখ:- ৩০-৮-২০২৪ ইং


বাঁধ নিমার্ণের যত চুক্তি
বাংলায় সব অযোক্তিক।
পানি বণ্টনে যে নিয়ম
আজও ঘটছে অনিয়ম৷
বাঁধ করছে নদী খুন
পানি শূন্য বাংলার কূল।
নদী শুকিয়ে জন্মেছে চর
মরুভূমি বাংলার প্রান্তর।

বর্ষার মৌসুমে,পানি পূর্ণ
বাংলার মাঠ ঘাট।
শত্রুরা সুযোগে পেতে ফাঁদ
অন্ধকারে ছেড়ে দেয় বাঁধ।
বাংলার বুকে জল দেখে
শত্রুরা করছে কটাক্ষ।

জলের চাপে বাঁধ ভেঙেছে
শোনায় তাদের যুক্তি ।
অন্ধকারে করছে রপ্ত
বাংলা ধ্বংসের ষড়যন্ত্র।  
বাংলার মানুষ সবে জাগ্রত
করবে না তারা মাথা নত।
শত্রুরা যতই করুক চক্রান্ত
সব রুখতে হবে একত্র।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।