শিরোনামে :- শরতের প্রকৃতি
কলমে:- মো : সুমন মিয়া
তারিখঃ ২৬ /০৯/২০২৪ ইং
শরতের প্রকৃতি নিয়ে আসে অন্যরকম মধুরতা
সূর্য্যের আলোয় প্রকৃতি হয়ে ওঠে মনোমুগ্ধকর
যে দিকে চোখ যায় সে দিকেই সবুজের সমারোহ।
দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে সবুজ ধানের প্রান্তর
নদীর তীরে উঁকি দেয়া সাদা সাদা কাশফুল
বাতাসে ঢেউ খেলে প্রকৃতিতে মুগ্ধতা ছড়িয়ে দেয়।
শরতের ভোরে কুয়াশায় ভেজা ঘাসের উপর
সুমধুর ঘ্রাণে মেশানো রাশি রাশি শিউলিফুলেরা
মানুষের মনকে আবেগ আপ্লুতময় করে তুলে
অবসাদগ্রস্ত মনেতেও নতুন প্রাণের সঞ্চার করে।
শরতের প্রকৃতি এ যেনো এক অনন্য রুপ
মেঘমুক্ত আকাশে ভেসে চলা সাদা মেঘের ভেলা।
ঘন মেঘের নীলিমা স্পর্শ করে, মালার মতো
ঝাঁক বেঁধে উড়ে চলা বিচিত্র পাখির দলে
দোয়েল, কোয়েল, ময়না, টিয়ার মধুর
গুঞ্জনধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বাংলার প্রকৃতি৷
খাল-বিলের জলে ছড়িয়ে থাকা শালুক পাতা,
কিংবা নক্ষত্রের মতো ফুটে থাকে লাল শাপলায়।
প্রকৃতিতে ঘোর লাগা চাঁদের আলো দিন-রাতের
মনকাড়া সৌন্দর্য বাংলার মানুষকে মোহিত করে,
মনোমুগ্ধকর ও আনন্দময় এক ঘ্রাণ নিয়ে
শরৎ প্রকৃতিতে ফিরে আসে নববধূর সাজে।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।