শিরোনামে :- শরতের ফুল
কলমে:- মো : সুমন মিয়া
তারিখ:- ১৩ /০৯ /২০৪

বর্ষায় ফোটে দোলনচাঁপা
শরতেও ছড়ায় তার সুবাস
শরতে সন্ধ্যায় দোলনচাঁপার
সাদা পাপড়ি যেন অধরাই
শরতের কোন প্রেম কাব্য।
শরতে জবা ও পদ্ম ফোটে
বিলে ধারে ফোটে কাশফুল
লাল, সাদার আভা দেখতে
সন্ধ্যার মতোই শান্ত ও মধুর।
শরতের মৃদু বাতাসে দোলায়
পদ্মফুলের নরম পাপড়ি,শুধু
দেখতে ইচ্ছে পাপড়ির ছড়া,
বহু গুচ্ছময় পদ্মফুলকে।

নদীর কিনারে বালির চরে
হেসে খেলা করে কাশবন।
শরতে ফুলে ফুলে প্রকৃতি
ধরেছে বিচিত্র রূপ ধারণ।
নদীনালা,খালবিলে ফোটে
শাপলা, শালুক, পদ্মফুল।
গাছে গাছে ফুলে ভরে গেছে
দোলনচাঁপা,কেয়া,বেলি,জুঁই।
শরতের বনে শিউলি ফোটে
দেখে মেতে উঠে শিশুর দল।
আজও শৈশব খুঁজে বেড়ায়
তরুণ-তরুণী, বৃদ্ধের দল।
নানা রকম ফুলে হেসে ওঠে
আজ শরতের পথে পথে।

এই সেই চিরচেনা শরৎ আর
ঝকঝকে নীল আকাশ।
শিশির ভেজা ঘাসের বিছানা
যেন রাশি রাশি শিউলি ফুল।
খসে পড়ে রাতের ঝলমলে তারা।
মাটিতে মিশে গেছে তার গন্ধ।
স্মৃতি শহরে আজ হারিয়ে গেছে
গ্রামবাংলার বৈচিত্র্যময় রুপ।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।