শিরোনামে :- আসব আমি ফিরে  
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ২৫ - ১১- ২০২৪ ইং

শিশির ভেজা ভোরের পাখি হয়ে
রোজ প্রভাতে আসব আমি ফিরে।
থাকবো অপেক্ষায়, জ্বালার পাশের
ঐ ডালিম গাছের সরু ডালে বসে।  

তোমার সাঁঝ সকালে ঘুম ভাঙ্গাতে
চুপিচুপি এসে, বসবো তোমার পাশে
নাচবো, গাইবো, মধুর সুরে ডাকবো
ঘুম ভাঙ্গিয়ে, থাকবো অপেক্ষায়।

তোমার ক্ষুণ্ন মনে, স্বচ্ছন্দ্য ফিরাতে
ক্ষণিকের মাঝে আসবে আমি ফিরে।
দূর করবো সব রাতের অন্ধকার
ফিরিয়ে আনবো আলোর জ্যোতি।

রোজ বিকেলে তোমার একাকীত্বে
হলদে পাখির খসা পালকে চড়ে
আসবো আমি ফিরে, হাতে হাত ধরে
বিচরণ করবো সুবাসিত ফুলের মাঝে।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।