শিরোনামে :- আড়ালে
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ১০ - ১২ - ২০২৪ ইং
সময়ের প্রয়োজনে আজ
নিজেকে করেছি আড়াল।
ভাবনায় যা ছিল,অসময়ে
সবই আজ বিলীন প্রায়।
চারপাশে কতশত আপন
অসময়ে কেউ তো নাই।
জীবনে সু-সময়ের বন্ধুরাও
দুঃসময়ে দূরে সরে যায়।
জীবনে কে আছে, কে নাই
তা ভেবে আর কি’বা হবে।
যে থাকার সে রয়ে যাবে
বাকিরা সব হারিয়ে যাবে।
জীবনে যা হবার হয়ে যাক
মানুষগুলো ভালো থাক।
কারো মনের তিক্ত আগুনে
বড়ই কঠিন আঘাত স্বয়ে
নিজেকে না হয় অন্ধকারে
আড়াল করে নিয়ে যাবো
মরিবার তরে, একাছিলাম
অতঃপর ,একাই থাকবো।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।