শিরোনামে :- অপেক্ষা
কলমে:- মো : সুমন মিয়া
তারিখ:- ১৭ /০৯ /২০২৪ ইং
বকুল গাছের নিচে একা বসে নিরবে
ভাবছি, পুরোনো সেই স্মৃতিগুলো
কত শত স্বপ্ন, তুমি এঁকেছিলে মনে
বলে ছিলে আমায়, তার অল্প কিছু।
রাগ, অভিমান করবে না কখনও
যাবে না, আমায় একা ফেলে দূরে।
আজ স্বপ্নগুলোকে তুমি মিথ্যে করে,
চলে গেছ, অভিমান করে দূরে সরে।
আজও ভুলতে পারিনি তোমার কথা
মনের টানে তাই বার বার ফিরে আসা
সেই বকুল গাছের নিচে, যেথায় বসে
তুমি গেঁথে ছিলে, বকুল ফুলের মালা।
আজ সবগুলো মালা শুকিয়ে গেছে
তবে রয়ে গেছে তার সুবাসিত গন্ধ।
রাতের অন্ধকারে ফোটা বকুল ফুল
দিনের আলোয় টুপটাপ ঝরে পড়ে।
ছোট তারার মতো দেখতে সে ফুল ঐ
আবার চারপাশ সুবাসিত করে তুলে।
যেমনি ভাবে অন্ধকার শেষে আলোর
দেখা মিলে, তেমনি ভাবে মন বলছে
অভিমান ভেঙ্গে তুমি আসবে ফিরে, তাই
আজও বসে থাকি বকুল গাছের নিচে।
আমার অপেক্ষার শেষ কী? হবে না
তুমি ফিরবে কবে? কখন? জানি না
ফিরে এসে যদি কভু দেখতে না পাও।
চলে এসো, সেই বকুল গাছের নিচে
দেখবে শত শত বকুল ফুলের মাঝে
তখনও রয়েছি তোমার অপেক্ষায়…।