শিরোনামে :- আমার মনেতে দুঃখ নেই
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ৩০  - ১০- ২০২৪ ইং

আমার দুঃখ কষ্ট মুখ ফুটিয়ে
প্রকাশ করি না বলেই।
সবাই এটা ভেবে নিতেই পারে
যে আমার মনেতে দুঃখ নেই।

আমাকে সর্বক্ষেত্রেই হাসিখুশি
দেখে সবাই ভাবতেই পারে।
এই সংসারে আমার মতো সুখী
মানুষ কমই দেখেছে তারা।  

আমাকে দেখে যে যাই ভাবুক
তাতে কিছুই আসে না।
আমার সর্বত্রই চিন্তা দুঃখহীন
এ পৃথিবীতে মানুষই নেই।

একজন উন্মত্তের দুঃখ থাকে
রাস্তায় রাস্তায় ঘুরার দুঃখ।
পরিবার ও প্রিয়জন হারানোর
এক অনুভূতিহীন দুঃখ।

একজন মানুষের আনাগোনায়
কিংবা তাহার মুখ দেখেই
সুখ- দুঃখ বুঝতে পারা যায় না।

এমনও হতে পারে মনের মধ্যে
হাজার দুঃখ কষ্ট পুষছে।
পরিবারের লোকজনের চিন্তায়
নিজের দুঃখ কষ্টের কথা
মুখে ফুটিয়ে বলতে পারছে না।

সবার মতো আমিও তো মানুষ
আমারও দুঃখ কষ্ঠ আছে।
অফুরন্ত অভাব, চাহিদার মাঝে
অভিমান লুকানো থাকতে পারে।  
সবাই সামনা সামনি যা দেখছেন
মনে মনে যা অনুভব করছেন
সেটা বাস্তবে সত্য নাও হতে পারে।
যে আমার মনেতে দুঃখ নেই।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।