শিরোনামে:- আলোর সন্ধানে
কলমে:-মো: সুমন মিয়া
তারিখ:- ১০ -৮-২০২৪ ইং
সত্য-ন্যায়ের আলোর পথে সন্ধানে
হারিয়ে যেতে চাই, দূরের ঐ ভূবনে
যেই পথের সন্ধান মিলাতে গিয়ে
সেই পথে হারিয়ে গেছে অনেকেই।
যেই পথের সন্ধান আজও অজানা
মিলবে কিনা আজও কেউ জানানে,
সেই পথের সন্ধানে, ছুটে যেতে চাই
হারিয়ে যেতে চাই দূর অজানায়।
কত শত দুঃখ-কষ্টের পথ ফেরিয়ে
শত বাঁধার ডিঙ্গিয়ে,পাঁড়ি দিতে হবে,
খুঁজে নিতে হবে সেই পথের সন্ধান
যেই পথে রয়েছে আলোর ঠিকানা।
সত্য-ন্যায়ের আলোর পথের সন্ধানে
আসুক যতই বাঁধা,চলব বীরের বেশে।
ভয়ডরহীন ভাবে সেই পথ পাঁড়ি দিয়ে
ছিনিয়ে আনতে চাই,আলোর ঠিকানা।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।