শিরোনামে:- আকাশের তারা
কলমে:- মো : সুমন মিয়া
তারিখ:- ২০ /০৯/ ২০২৪ ইং

শেষ বিকালের গোধূলি লগ্নে সূর্যাস্তের শেষে
যখন শহরের বুকে সন্ধ্যা প্রদীপ জ্বলে উঠে।
তখন রাতের আকাশে চাঁদের জোছনার সাথে
ঝলমলে তারারা মিটিমিটি জ্বলে আর নিভে।

রাতের আকাশে চাঁদের হাঁটে বসে তারা মেলা
লক্ষ তারা সংমিশ্রণে চলে ছোটাছুটির খেলা।
রাতের শেষে ভোরের আলোর আলোকিতেই
হারিয়ে যেতে হয় তারাদের আকাশে বুকেতে।

আকাশের দিকে তাকিয়ে, মনে তাই প্রশ্ন জাগে
কখনো যদি রাতের ঘনকালো অন্ধকার আকাশ
চাঁদের জোছনায় আলোকিত হয়ে যায়,তবে কি?
আকাশের বুকে চিরতরে হারিয়ে যাবে তারারা।