শিরোনামে :- আজকের রাত্রি, নক্ষত্রের রাত্রি
কলমে:- মো : সুমন মিয়া
তারিখ:- ২১ /০৯/ ২০২৪ ইং
আজ রাতের আকাশে বেড়ে গেছে নক্ষত্রের আনাগোনা
মনে নেই আকাশে এ রকম নক্ষত্র কতদিন ধরে দেখি নি,
না দেখার, এই না দেখাটাই যে বিশেষ কিছু হারানো ইঙ্গিত,
সেই অনুভবটুকুও নষ্ট হয়ে গেছে, সর্বনাশ হয়েছে আমার!
আজ নক্ষত্ররাও মনে হয় বড্ড অভিমান করে বসে আছে,
এখন মন চাইলেও আর নক্ষত্রদের দেখা পাওয়া যায় না।
তবুও হতাশার মেঘ সরিয়ে কেবল নক্ষত্রদের সাথে নিজের
সময় দেওয়া প্রয়োজন ,আজকের রাত্রি, নক্ষত্রের রাত্রি।
নক্ষত্রের রাত্রিতে কেবল আকাশের দিকে তাকিয়ে হাঁটতে
মন চাই, যার রাস্তা কেবল সোজা, কোনো আঁকাবাঁকা নেই।
বাক নেবার চিন্তা নেই আর বারবার নিচে থাকতেও হবে না।
এমন এক রাত্রি হবে কী? আজকের রাত্রি, নক্ষত্রের রাত্রি।
এই রাত্রিতে নক্ষত্রদের মাঝে নিজেকে পুরুসপে দিতে চাই
সময় নষ্ট না করে দ্রুত এগিয়ে যেতে চাই নক্ষত্রদের মাঝে
কারণ সময় ঝর্ণার মতো প্রবাহ, দাঁড়াবার নিয়ম নেই তার
তাই জাগতিক সব কিছু উপেক্ষা করে এগিয়ে চলার ইচ্ছে।
এ পথের শেষ জানা নেই, তবুও নক্ষত্রের সঙ্গে এগিয়ে চলা
রাত গভীর হচ্ছে, অন্ধকার বাড়ছে, নক্ষত্ররা স্পষ্টতর হচ্ছে
এ শহরে সবাই ঘুমিয়ে গেছে, কেবল নক্ষত্রের সঙ্গে মিতালি করে একজন জেগে থাকা, আজকের রাত্রি, নক্ষত্রের রাত্রি।