শিরোনামে :- এই শহর
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ২৫- ১১- ২০২৪ ইং
এই শহর ঘুমিয়ে গেছে
স্তব্ধ হয়ে গেছে চারিপাশ।
এখন আমি ক্লান্ত শুধুই
ঘুরতে এসে রাতের শহর।
অন্ধকার এই শহর জুঁড়ে
কোথাও পাইনা আলো।
হয়তো হারিয়ে গেছে দূরে
এ শহর ঘুমিয়ে যাওয়াতে।
থাকবো আমি অপেক্ষায়
নেই হারানোর পিছুটান।
এই শহরে ফিরলে আলো
লিখব নতুনত্বের গান।