শিরোনামে :- অভিমান
কলমে :- মোঃ সুমন মিয়া
তারিখ :- ২৭ - ১০- ২০২৪ ইং
মনের মাঝে ভালোবাসা নেই
তবুও হৃদয়ে রয়ে যায় পিছুটান৷
অবাধ্য মনে অভিমান থাকলেও
বারবার ধরতেই চায় দুটি হাত।
অভিমান ভেঙে ফিরে যেতে চায়
তবুও কেন ফিরে যেতে পারি না।
রোজ ভাবি আজ বুঝি ফিরে যাব
অভিমানগুলোই ফিরতে দেয় না।
কখনোও ভাবি, নেই সে আমার
অভিমানে হারিয়ে ফেলেছি থাকে৷
তবুও মন,থাকে ফিরে পেতে চায়
ফেলে আসা দিনগুলোর টানেই।
দু’চোখ বেয়ে পড়েছে শুধু জল।
ভুলতেই পারছি না পিছুটান,তাই
সব অভিমান ভুলে ফিরতে চাই
ভালোবাসার সেই মানুষের কাছে।
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।