শিরোনামে :- বদলে যাওয়া বন্ধুত্ব
কলমে :-  মোঃ সুমন মিয়া
তারিখ :- ১৩ - ১২ - ২০২৪ ইং

সময়ে অনেক কিছুই বদলে গেছে
আজ কেউ নিজেই বদলে গেছে।
কেউ আবার নিজেকে বদলিয়েছে
অন্য মানুষগুলো বদলে যাওয়াতে।
ওরা আজ সব বদলে গেছে বলেই
আমিও নিজেকে বদলে ফেলেছি।
তাই আমাদের মাঝে বন্ধুত্বগুলো
হঠাৎ এক জায়গায় থেমে গিয়েছে।
সেই বন্ধুত্বগুলোই হারিয়ে গেছে
যেখানে ছিল সত্যিকার ভালোবাসা,
জীবনকে প্রাণবন্ত করে তোলা
হাসির পেছনে এক নিঃস্বার্থ বন্ধুত্ব।

জীবনে বড় হওয়া অবধি
সময়ের মাঝে প্রচুর বন্ধু পেয়েছি,
কতশত অচেনা মুখগুলিকে
বন্ধুত্বের সুরে আপন করে নিয়েছি।
আজ সবাই হারিয়ে গেছে
সত্যিই কেউ আর বন্ধুত্বটা চাইনা
সবাই অর্থ,ধনসম্পদ,ভদ্রতার
মাঝেই বন্ধুতটাকে খোঁজে নিয়েছে।
আর নিজেদের বদলে ফেলে
পুরোনো বন্ধুত্বগুলোও ভুলে গেছে।
তাই সময়ে সবার মতো করে
নিজেকে আমিও বদলে ফেলেছি।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।