বহুকাল আমি অপেক্ষায় আছি,
আমি অপেক্ষায় আছি এক নারীর,
যে নারী আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা যোগাবে।
যে নারীর চোখের দিকে তাকালে জীবনকে ছোট মনে হবে,
প্রশ্ন জাগবে 'জীবনের ব্যাপ্তি কয়েক শতাব্দী নয় কেন?'
যে নারীর হাতে হাত রেখে পারি দেওয়া যাবে পৃথিবীর সবচাইতে দূর্গম পাহাড়,
কিংবা যার উৎসাহে সাতরে পার হয়ে যাওয়া যাবে আটলান্টিক।
আমি অপেক্ষায় আছি এমন এক নারীর,
যে নারী আমার জীবনে এনে দেবে বসন্ত,
যে নারীর কণ্ঠে ধ্বনিত হবে কোকিলের গান,
যে নারীর ছোয়ায় ফুটবে হাজারো কৃষ্ণচুড়া।
আমি অপেক্ষায় আছি এমন এক নারীর,
যে নারীর প্রেমে নিশ্চিত হেরে যাওয়া যুদ্ধ জিতে আসা যাবে,
যে নারীর অবয়ব চোখে ভেসে উঠলে বোমার আঘাতও মনে হবে সূর্যাস্ত,
আমি এমন এক নারীর অপেক্ষায় আছি।
আমি এমন এক নারীর অপেক্ষায় আছি!